নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনা সংক্রমণ বাড়ায় মঙ্গলবার (২১ জুন) সব সংস্থা প্রধানকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, এখন করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানরাকে তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা
উপ সচিব মো. এনামুল হক সই করা নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব সংস্থা প্রধানের কাছে পাঠানো হয় নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। গত কয়েক দিন ধরে সংক্রমণ বেড়েে গেছে, সবশেষ মঙ্গলবার ৮৮৩ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।