এ,এস,মামুন গৌরনদী, প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১৩ জুন ২০২২ সোমবার সকালে গৌরনদী উপজেলা হলরুমে ৩ দিন ব্যাপী ৩ ব্যাচে ২৮ জন করে মোট ৮৪ জন জনপ্রতিনিধি, শিক্ষক,ইমাম, কাজী,পুরোহিত,সাংবাদিক ও অন্যান্য গন্যমান ব্যক্তির অংশগ্রহণে যৌতুক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা উপজেলা পরিষদ গৌরনদী’র আয়োজনে, উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় গৌরনদী’র কারিগরী তত্ত্বাবধানে, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় অর্থায়নে সচেতনতামূলক কর্মশালার শুভ উদ্বোধন করেন গৌরনদী উপজেলা পরিষদের স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার জনাব ফয়সাল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা তথ্য আপা শিল্পী বনিক সহ অন্যান্যরা।