নিজস্ব প্রতিবেদকঃ বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের মোঃ নান্না জোমাদ্দার বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ রিয়াদ আহম্মেদ জোমাদ্দারের এক মাত্র মেয়ে আদিবা আহম্মেদ মুন এর আজ জন্মদিন ।এক বছর আগে ২০২১ সালের ৮ই জুন এই দিনে পিতা মাতার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করে মুন।
মুনের শুভ জন্মদিন উপলক্ষে দাদা, দাদী, নানা,নানী, পিতা,মাতা ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান শামীম, সাংবাদিক নোমান ডাকুয়া,পৌর ছাত্রলীগ নেতা মোঃ রাসেল খান সানু, পাদ্রীশিবপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মোঃ সাদ্দাম খান সজিবসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
জন্মদিন উপলক্ষে সকল আত্নীয় স্বজনদের কাছে মেয়ের জন্য দোয়ার দরখাস্ত করেছে তার দাদা মোঃ নান্না জোমাদ্দার বাবা মোঃ রিয়াদ জোমাদ্দার ও মাতা মোসাঃ শাবনাজ বেগম।এছাড়াও কোন প্রকার আয়োজন ছাড়াই আচুক্কা কেক কেটে পারিবারিক ভাবে জন্মদিন পালন করা হবে বলে জানিয়েছেন মুনের পরিবার।
এ বিষয় মুনের মা শাবনাজ ও বাবা রিয়াদ বলেন,,আজ আমার একমাত্র মেয়ে আদিবা আহম্মেদ মুন এর জন্মদিন। আমার সকল বন্ধু বান্ধব ও আত্নীয় স্বজনদের কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছি।সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করেন।