নিজস্ব প্রতিবেদক, বরিশাল॥ মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর ২য় মৃত্যুবার্ষিকী আজ ৭ জুন মঙ্গলবার।
এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন মসজিদে ও দলীয় কার্যালয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার সকল মসজিদে দোয়া মিলাদ, উপজেলা কেন্দ্রীয় মসজিদে বাদ আছর দোয়া মিলাদ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দির, বিষ্ণু মন্দিরসহ সকল মন্দিরে বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।