মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটা, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যে দিয়ে উৎযাপিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যায়যায়দিন পত্রিকার পাইকগাছা প্রতিনিধি এস এম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হক, পৌর প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, অধ্যক্ষ মিহির বরুণ মন্ডল, সাবেক সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, সাবেক প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দাশ, ব্যবসায়ী নেতা শুকুরুজ্জামান, নিজাম উদ্দিন, কাউন্সিলর গফফর মোড়ল, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক এন ইসলাম সাগর, জি এম মিজান, স্নেহেন্দু বিকাশ, প্রমথ সানা, বিভাসিন্ধু সরকার, আলাউদ্দিন রাজা, বজলুর রহমান, এফ এম বদিউজ্জামান, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, এইচ এম হাসেম, শেখ নাদির শারিয়ার কবির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।