নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষেধাজ্ঞাকালে প্রণোদনার চাল না পেয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন সমাবেশ করেছে জেলেরা। সোমবার (৩০ মে) দুপুরে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শতাধিক জেলে।
এসময় জেলেরা অভিযোগ করেন, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে বেকার জেলেদের জন্য সকারের প্রণোদনা দেয়ার কথা থাকলেও কার্ডধারী সকল জেলে চাল পাচ্ছেন না। জেলেদের নামে বরাদ্দকৃত চাল যাচ্ছে অন্যান্য পেশার লোকদের ঘরে। যার কারণে খুব কষ্টে দিন কাটছে জেলেদের।
এদিকে জেলেদের কার্ড ইউপি সদস্যরা আটকে রেখেছেন বলেও অভিযোগ জানান তারা। জেলে কার্ড ফিরিয়ে দেয়াসহ প্রণোদনার চাল কার্ডধারী সকলকে দেয়ার দাবি জানান জেলেরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।