নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুমা’র নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাজিব চাপরাশী (২৮) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামে। নিহত রাজিব ওই গ্রামের আব্দুল জলিল চাপরাশীর পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমা’র নামাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।