নিজস্ব প্রতিবেদকঃ টানা তৃতীয় বার বরিশাল ক্লাবের পরিচালক নির্বাচিত হওয়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক এসএম জাকির হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জুবায়ের ইসলাম।
গতকাল ২৩ মে রোজ সোমবার দৈনিক মতবাদ পত্রিকা কার্যালয় উপস্থিত হয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান দৈনিক আজকের বরিশাল পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক জুবায়ের ইসলাম চৌধুরী।
এদিকে এসএম জাকির হোসেন নিজের উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করায় বার বার তাকে উক্ত ক্লাবের পরিচালক পদে নির্বাচিত করা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয় বরিশাল ক্লাবের পরিচালক এসএম জাকির হোসেন বলেন,,আমি টানা ৩য় বার পরিচালক নির্বাচিত হওয়ার পর অনেকেই ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
এরই ধারাবাহিকতায় গতকালও আমাকে শুভেচ্ছা জানাতে তরুন সাংবাদিক জুবায়ের আমার অফিসে এসেছিলো। শুভেচ্ছা বিনিময় শেষে একসাথে কিছু সময় আলাপ আলোচনা করেছি। আমাকে শুভেচ্ছা জানানোর জন্য জুবায়ের ইসলামসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ।