নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ২ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম লিটন হাওলাদার। সে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতী ইউনিয়নের মো. চান্দে আলী হাওলাদার এর ছেলে। রবিবার (২২ মে) বিকেল ৪ টার দিকে নগরীর ফরেস্টার বাড়ির পুল এলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রবিবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালী মডেল থানা’ র পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি এর নেতৃত্বে এসআই মো. সাইদুর রহমান সহ একটি দল নগরীর ফরেস্টার বাড়ির পুল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২৫ পিচ ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।