নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাকে ঘরে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
আদালত ওই আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার আসামি বরগুনা সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাতাকাটা গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে আউয়াল।
বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম মঙ্গলবার সকালে এ আদেশ দিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।