নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় শামসুল হক আকন (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীর চর একরিয়াসংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন আকন। পরে হঠাৎ ঝড়ে নৌকা উল্টে গেলে তিনি ডুবে যান। বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মেহেন্দীগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার এই তথ্য জানান। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের হোসেন বলেন,শামসুল হকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।