বেতাগী (বরগুনা) প্রতিনিধি : ধসে পড়ল বরগুনার বেতাগী সরকারি কলেজের ছাদের পলেস্তরা। এছাড়া ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। গতকাল বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৬ টার সময় এ ঘটনা ঘটে। এতে কলেজ ক্যাম্পাস এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে বেতাগী সরকারি কলেজের তিনতলা ভবন বিশিষ্ট একটি ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপন করে ত্রান ও দূর্যোগ পুর্নাবসন ব্যাবস্থাপপনা মন্ত্রনালয়। এরপর দুইবার এ ভবনে সংস্কারের কাজ করা হয়। সরকারি কলেজের কলা ভবন হিসেবে এর বিভিন্ন কক্ষ ব্যবহার করা হতো।
বর্তমানে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৬ টার সময় হঠাৎ করে ছাদের নিচের অংশের পলেস্তরা ধসে পড়ে। এসময় বিকট শব্দে কলেজ ক্যাম্পাস
এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কলেজের গণিত বিষয়ের অধ্যাপক মো. ইমাদুল হক বলেন, হঠাৎ করে ছাদের পলেস্তরা ধসে পড়ায় আমরা আতংক এবং ঝুঁকিতে রয়েছি।
এ বিষয় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ বলেন, পুরাতন এ ঝুঁকিপূর্ন ভবন সংস্কার করার জন্য তিনবার সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত তারা এর কোন ব্যাবস্থা নেননি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,‘ সরকারি কলেজের এ ভবনটি অতি পুরাতন। কলেজ কর্তৃপক্ষকে এ ভবনের কোন কক্ষ ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’