ঝালকাঠি প্রতিনিধিঃ মাদক মুক্ত বাংলাদেশ গঠনে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ মে ঝালকাঠি সরকারি কলেজে অডিটোরিয়ামে “মাদক নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিয়ময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই মোঃ মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (রাজাপুর সার্কেল), ঝালকাঠি ছাত্র ছাত্রীদের মাঝে প্রজেক্টর এর মাধ্যমে ‘‘মাদক নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠন বিভিন্ন দিক নিদর্শনা প্রদর্শিত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফাতিহা ইয়াসমিন, পুলিশ সুপার, ঝালকাঠি, মোঃ মইনুল হক, পিপি-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্রশান্ত কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), ঝালকাঠিসহ ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।