নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ মে) সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাঠমিস্ত্রি সিরাজ সরদারের ছেলে ও পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাকির সরদারকে (১৫) পড়াশুনা না করায় শনিবার সন্ধ্যায় তার মা গালিগালাজ করেন।
এতে অভিমান করে শনিবার রাতে পরিবারের সবার অজান্তে জাকির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ সূত্র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।