ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে নভো হেলথ কেয়ার এন্ড ফার্মার এমপিও খালিদ উদ্দিন ওরফে মনির সর্দারের নামে তৌকাঠি বাজারস্থ মোঃ মিলনের জুঁই ফার্মেসী থেকে ঔষধ চুরির অভিযোগ পাওয়া গেছে ।
রবিবার (১৫ মে ) সকাল ১০ টায় বাদী মোঃ মিলন নলছিটি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিত অভিযোগ করেন যে, গত ১০ মে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বিবাদী খালিদ উদ্দিন কোম্পানীর পাওনা টাকা কালেকশন করতে গেলে আমি আমার ফার্মেসীতে বসাইয়া টাকা সংগ্রহের জন্য অন্য দোকানে যাই ।
সেই সুযোগে আমার ফার্মেসী থেকে প্রায় ৫০০০ টাকার ঔষধ চুরি করে নিয়ে যায় । প্রথমে আমি বুঝতে পারি নাই পরে ঔষধ বিক্রি করতে গেলে ঔষধের বক্স এলোমেলোসহ সেলফে অনেক ঔষধের বক্স খুঁজে না পাওয়ায় আমার ফার্মেসীর সামনে মাহবুবুল মল্লিকের মুদি দোকান তার কাছে জিজ্ঞেস করলে সে বিবাদী খালিদ অনেক ঔষধ ব্যাগের ভিতরে ভর্তি করে নিয়ে গেছে বলে জানান । আমি তাৎক্ষনিক খালিদের কাছে ফোন দিলে সে ঔষধ নেয়নি বলে সম্পূর্ন অস্বীকার করে এবং আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয় ।