নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানীতে আতশবাজিতে ঝলসে গেছে ইদ্রিস হাওলাদার (২২) নামে এক যুবকের হাত ও চোখ। সোমবার সন্ধ্যার পরে ইন্দুরকানীতে এ ঘটনা ঘটে। ইদ্রীস হাওলাদার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে।
জানা যায়, ইদ্রিসের নিজের বানানো আতশবাজি ফুটাতে গিয়ে অসাবধানতাবশত তার নিজের হাতেই বিস্ফোরিত হয়।
এতে তার হাত ও এক চোখ আতশবাজির আগুনে মারাত্মকভাবে ঝলসে যায়। ইদ্রিসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি পেশায় গ্যারেজ মেকার।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ইদ্রিস হাওলাদার নামে এক যুবকের আতশবাজির আগুনে এক হাত ও একটি চোখ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।