নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বাংলাবাজার এলাকার পদ্মাসেতুর কাছে ১১ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ হয়নি।
শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া স্পিডবোটটিতে ১১ যাত্রী ছিল। সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
ঘাট সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে বাবু নামের একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়।
বোটটি পদ্মা সেতুর কাছে পৌঁছার পর ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।
কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, ‘বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।