নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের আয়োজনে হোছানিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
এ-সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির,১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা,এনামুল হক বাহার ২৩ নং ওয়াড কাউন্সিলর, মিন্টু চন্দ্রঁ রায় সাবেক সহ-সভাপতি ২০ নং ওয়ার্ড ও আকিব আহম্মদ সৌখিন সহ-সভাপতি ২০ নং ওয়ার্ড ছাত্রলীগ বরিশাল মহানগর ও সাকিব মহানগর ছাত্রলীগ ও নয়ন মহানগর ছাত্রলীগ নেতা আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।