নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছেলের জামিনের জন্য থানায় গিয়েছিলেন এক মা। জামিনের আশ্বাস দেওয়ার পর থানার ভেতরেই তাকে দিয়ে গা টিপে নিয়েছেন এক অর্ধনগ্ন পুলিশ অফিসার।
আনন্দবাজার পত্রিকা বলছে, ভিডিওটির সত্যতা তারা যাচাই করতে পারেনি।
সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শশীভূষণ সিন্হা নামের ওই সাব-ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ভারতের বিহারের সহরসা জেলার নাওহাট্টা থানার।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসার অর্ধনগ্ন হয়ে বসে আছেন। এক নারী তার গা টিপছেন। অন্য এক নারী উল্টো দিকে একটি চেয়ারে বসে আছেন। শশীভূষণ ওই নারীর ছেলের জামিনের জন্য আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলছেন।
এ বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। সূত্র: আনন্দবাজার
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।