নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে ১ হাজার ১৮০ পিস ইয়াবা তিনজনকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
গ্রেফতাররা হলেন- নগরের ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়া এলাকার সাজ্জাদ হোসেন সুমন হাওলাদার (৩২), ১৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার রিয়াল সিকদার (৩২) ও ১৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মো. সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগকে (৩৫)।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে নগরের সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়ার তেমাথা এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১ হাজার ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।