নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে যুক্তরাজ্য ‘উসকানি’ দিচ্ছে বলে অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন যেন রাশিয়ায় হামলা চালায় সে বিষয়ে যুক্তরাজ্য ‘উসকানি’ দিচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফ্যাক্স ও রিয়া নিউজ এজেন্সি জানায়, যদি এ ধরনের ঘটনা ঘটে তবে রাশিয়া যথাযথ প্রতিক্রিয়া দেখাবে।
এতে বলা হয়, ‘কিয়েভের যেখানে বসে সিদ্ধান্ত নেওয়া হয় সে জায়গায় নির্ভুল অস্ত্রের সাহায্যে হামলা চালাতে প্রস্তুত আছে’ রাশিয়ার সেনাবাহিনী।
সম্প্রতি যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর মন্ত্রী জেমস হেপ্পি বলেছিলেন, সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো ইউক্রেনের জন্য ‘সম্পূর্ণ বৈধ’।
তিনি আরও বলেন, কোথায় হামলা চালানো হবে এর সিদ্ধান্ত নেবে ইউক্রেনীয়রা। যারা অস্ত্র বানিয়েছে বা সরবরাহ করেছে তারা নয়। প্রতিপক্ষ দেশের অভ্যন্তরে অস্ত্র ও সরবরাহ ব্যবস্থা ধ্বংস করতে হামলা চালানো সম্পূর্ণ বৈধ।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর কিছুদিন পরই মস্কো লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা। এর আগে কিয়েভসহ আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো।
এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো ব্যাপক আধুনকি অস্ত্র সহায়তা দিচ্ছে। তবে কিয়েভকে সহায়তায় এ অস্ত্র পাঠানোকে ভালোভাবে নিচ্ছে না রাশিয়া। এসব অস্ত্রের চালানে হামলার হুমকি দেওয়া হয়েছে মস্কোর পক্ষ থেকে।