বিশেষ প্রতিনিধি ।।
মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা শুরু হওয়ার সাথে সাথেই দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে সভাস্থলের মঞ্চ এবং চেয়ার ভাঙচুর করা হয়। শুক্রবার বেলা ১০টার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নং চুনারচর ওয়ার্ডের শুক্কুর বেপারীর বাড়ির উঠানে অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন মহিলা দলের নেতৃবৃন্দ । মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক বিলকিস বেগম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে সভার চেয়ার টেবিল ভাংচুর করে আমাদের সভা বানচাল করে। এসময় জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দদেরকে লাঞ্ছিত করে। কেউ কেউ রক্তাক্ত জখম হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক বিলকিস বেগম। প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহেলা শারমিন মিমু । প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসেনয়ারা বেবি, বিশেষ অতিথি সাবেক প্যানেল মেয়র বরিশাল সিটি করপোরেশন তাসলিমা কালাম পলি, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক পৌর আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন, সাবেক কাউন্সিলর মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম-আহবায়ক শাহিনা আক্তার পপি , আন্দারমানিক ইউনিয়ন মহিলা দলের আহবায়ক মাসুদা বেগম, রাশিদা আক্তার, কাউন্সিলর বিউটি বেগম, চানপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি আরজু বেগম, থানা মহিলা দলের নেত্রী শাফিয়া খাতুন পৌর যুগ্ম আহবায়ক, আলেয়া খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ওরা হামলা চালিয়ে তাদের মারধর করে হাত থেকে শাওমি মোবাইল এবং গলার একভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়া মোবাইল নাম্বার ০১৭১৬৫২২২৫৩। চেয়ার টেবিল ভাংচুর ও বাড়ি ঘরে হামলা চালানোরও অভিযোগ করা হয় । ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলো, উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জিয়া উদ্দিন সুজন’র। স্থানীয় বিএনপি অভিযোগ করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাম্বু রফিক, শ্রমিক লীগ নেতা আমির জমদ্দারসহ ৩০-৪০ জনে হামলা চালায়। এদিকে হামলার সাথে সাথে বরিশাল জেলা মহিলা দলের নেত্রীদের নিরাপদে এনে পরবর্তীতে বরিশাল যাওয়ার ব্যবস্থা করে দেন পৌর বিএনপি’র সভাপতি জিয়াউদ্দিন সুজন, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মাকসুদুূর রহমান মুকুল মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফকরুল ইসলাম সোহেল, উপজেলা কৃষক দলের আহবায়ক বাবুল পালোয়ান,যুবনেতা আনিস হাওলাদার, সাবেক কাউন্সিলর মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম-আহবায়ক শাহিনা আক্তার পপি।